প্রগতিশীল রাজনীতি ও উন্নয়নের উত্তরাধিকারী আলাউদ্দিন চৌধুরী নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১১, ২০১৮
  • 1997 Time View

দৃষ্টিনন্দন শ্যামল প্রকৃতির স্নিগ্ধ আলো ছায়ায় ঘেরা ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার নিভৃত পল্লী গুথুমা সম্ভ্রান্ত চৌধুরী বাড়ীর কৃতি সন্তান শ্রদ্ধেয় আলাউদ্দিন চৌধুরী নাসিম। ছাত্রজীবন থেকে অত্যন্ত মেধাবী নাসিম ভাই বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে প্রগতিশীল ছাত্ররাজনীতি বাংলাদেশ ছাত্রলীগের পতাকায় শামিল হন।কঠিন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।৯০- এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সর্বাগ্রে থেকে প্রগতিশীল রাজনীতিকে এগিয়ে নিয়ে যান। দীর্ঘ ইতিহাসের পরিক্রমায় “ভোট ও ভাতের” অধিকার আদায়ে আওয়ামীলীগ সফল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে হটিয়ে ১৯৯৬ সালে ক্ষমতাসীন হলে শ্রদ্ধেয় নাসিম ভাই ছাত্র রাজনীতির অন্যতম মেধাবী ছাত্রনেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এপিএস নিযুক্ত হন।স্বাধীনতার পর অবহেলিত ফেনীবাসী তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেন।তৎকালীন সময়ে এই নাসিম ভাইয়ের হাতেই শুরু হয় ফেনীর কাঙ্খিত উন্নয়নের সূচনা।

২০০১ সালে আওয়ামীলীগ ক্ষমতায় না থাকায় অবহেলিত ফেনী জনপদ যেমন উন্নয়ন থেকে বঞ্চিত হয়, তেমনি সাংগঠনিকভাবেও ফেনীতে আওয়ামীলীগ অভিভাবকহীন হয়ে পড়ে। এমতাবস্থায় সংগঠনের সহস্র নেতাকর্মীর অসহায়ত্বে বিচলিত হয়ে শ্রদ্ধেয় নাসিম ভাই এই ফেনীর আাওয়ামী রাজনীতির অভিভাবকত্ব গ্রহণ করলে সমগ্র ফেনীতে প্রগতিশীল রাজনীতি যেমন ঘুরে দাঁড়ায়, তেমনি নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দীর্ঘ সংগ্রামের পথচলায় জননেত্রীর নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা গ্রহণ করার পর এই পর্যন্ত নাসিম ভাইয়ের আন্তরিক সহযোগিতায় ফেনীর উন্নয়ন সকলের দৃষ্টি কাড়ে।নাসিম ভাইয়ের আন্তরিক সহযোগিতায় রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতির বাস্তবতাসহ সকল ক্ষেত্রে আজ অনেকেই সু-প্রতিষ্ঠিত হয়ে সমাজে সম্মানের সাথে ঘুরে দাঁড়িয়েছে।এ জন্য শ্রদ্ধেয় নাসিম ভাইয়ের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃতজ্ঞ।

১৯৭৩ সালের পর হতে ফেনী-১ (পরশুরাম -ফুলগাজী-ছাগলনাইয়া)-এ গুরুত্বপূর্ণ আসনে আওয়ামী লীগ নির্বাচিত হতে পারেনি।আসন্ন সংসদ নির্বাচনে ফেনী জেলার আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বারবার অনুরোধের প্রেক্ষিতে নাসিম ভাই নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে দলের মনোনয়নপত্র সংগ্রহের সংবাদ শুনেই এ আসনের মুজিব আদর্শের সকলেই গগনবিদারী শ্লোগানে মেতে ওঠে। আমরা প্রগতিশীল রাজনীতির বাতিঘর বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শ্রদ্ধেয় নাসিম ভাইকে এ আসনে নির্বাচিত করার প্রতিজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যাবো এবং জননেত্রীকে এ আসন উপহার দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের সহযাত্রী হবো।

ইনশাল্লাহ্ জয় আমাদের সুনিশ্চিত  জয় বাংলা — জয় বঙ্গবন্ধু  বাংলাদেশ চিরজীবী হোক। লেখক-হারুন মজুমদার , সাংগঠনিক সম্পাদক,  ফুলগাজী উপজেলা  আওয়ামীলীগ, চেয়ারম্যান, আনন্দপুর ইউনিয়ন পরিষদ, ফুলগাজী, ফেনী।।

Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.