ফেনী শহরে গণপরিবহনে নিরাপদ নয় নারীরা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
  • 83 Time View

ফেনী শহরে গণপরিবহনে ইভটিজিংয়ের শিকার এক তরুণীর মন্তব্যটি হুবহু তুলে ধরা হল:-
এই ভদ্র পোষাক পরা জানোয়ার গুলোর মুখ টা সমাজে রিভিল হওয়া খুব বেশি দরকার!!‼️ কেউ চিনে থাকলে তাকে ধরিয়ে দিয়েন যাতে পরের বার এমন কাজ করার আগে আরও ১৪ বার ভাবে..
আজকে সকাল ৯ টার দিকে মহিপাল থেকে লোকাল সিএনজি তে উঠে আমি এবং আমার কাজিন ডাক্তার পাড়ার মাথায় নামি,,,যখনই সিএনজি থামে ঠিক তখনই এই ফালতু লোকটা হুট করে গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাতের কনুই আমার কাজিনের শরীরের সাথে লাগিয়ে দেয়, ক্লিয়ার্লি বুঝতে পারছিলাম সে BAD TOUCH করার উদ্দেশ্যেই হাত দিয়ে ফেলছে! এইগুলো আর কিছুই না sexual assault ছাড়া!! সাথে সাথেই আমরা দুইজন চিৎকার করে তাকে জিগেস করলে সে বলে সিএনজি ব্রেক ধরার কারণে নাকি সে ভুল করে গায়ে উঠে গেছে😂!! যেখানে নরমাল গতিতেই সিএনজি থামানো হইছে সেখানে এই জানোয়ার টা নাকি ব্রেক করার কারণে একজন মেয়ে মানুষের গায়ে পড়ে যাচ্ছে!
কি আজব সমাজ আমাদের !!এভাবে পাবলিকলি একজন ফালতু লোক কোন মহিলা মানুষের প্রাইভেট প্লেসে হাত দিয়ে দিচ্ছে সবাই বুঝেও কত নরমাল বিহেভ করে বেড়াচ্ছে!! আজকে আমাদের সাথে হলো কালকে আপনার মা বোন এর সাথে হবেনা কি গ্যারান্টি দিতে পারেন?
এই লোক গুলোর কারণে একটা মেয়ে রাস্তায় সেফলি চলতেও পারবে না?
এই জানোয়ার টা তার মা বোন এর শরীরের দিকেও এইভাবে বাজে নজরেই দেখে তো?
এইরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটেই যাচ্ছে প্রতিদিন, কিন্তু কোন বিচার নেই এইসবের‼️

Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.