নিজাম অবিসংবাদিত নেতা শমী জননেত্রী-নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৩, ২০১৮
  • 2651 Time View

শাহাদাত হোসেন তৌহিদ: ফেনী-২ আসনের এমপি নিজাম হাজারী হাজারীকে অবিসংবাদিত নেতা আর অভিনেত্রী শমী কায়সারকে জননেত্রী বলে উল্লেখ করেছেন ফেনী জেলা আ‘লীগের অভিভাবক ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দীন আহমেদ চৌধুরী নাসিম। ২নভেম্বর শুক্রবার  বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের এস.সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, যারা সংলাপ মানে না আইন মানে না, দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া ও তাদের দোসর বহিস্কৃত ড. কামাল হোসেনের নেতৃত্বে নয়, উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যেতে শেখ হাসিনার পতাকাতলে আসুন। শেখ হাসিনার সরকার যতদিন দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন ততদিন দেশে উন্নয়ন ও শান্তি থাকবে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্ব করেন বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, এফবিসিসিআইয়ের পরিচালক অভিনেত্রী শমী কায়সার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, আওয়ামীলীগ নেতা শহিদ খন্দকার, ফেনী ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান প্রমূখ। বিশেষ অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীতে অতীতে অনেক সন্ত্রাস হয়েছে, মানুষ আর সন্ত্রাস চায় না। ফেনীতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। একটি নয় ২টি ফ্লাইওভার দিয়েছে সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আ‘লীগকে ক্ষমতায় আনতে হবে। আলাউদ্দিন নাসিমের উদ্দেশ্যে নিজাম হাজারী বলেন, ফেনী-১ বা ২ আসনে আপনি নির্বাচন করুন । জীবন বাজি রেখে আমরা আপনাকে নির্বাচিত করবো। তিনি  বলেন, শমী কায়সার বুদ্ধিজীবির সন্তান, অনেকে বলেন অভিনেত্রী, অনেকে বলেন, নাট্যব্যক্তিত্ব, আমি বলি জননেত্রী। অনুষ্ঠানে ফেনী জেলা আ‘লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.