সংবাদদাতা: শনিবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাগলনাইয়া থানা চত্ত্বরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।“মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগ সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক নিজাম মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই, রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী প্রমুখ।
Leave a Reply